ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা উড়্‌লে আকাশ-পথে (oi ovro-bhedi tomar dhhoja )

    'বিজয় গান’
ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা উড়্‌লে আকাশ-পথে।
মাগো, তোমার রথ আনা ঐ রক্ত-সেনার রথে॥
ললাট-ভরা জয়ের টীকা
অঙ্গে নাচে অগ্নি-শিখা,
রক্তে জ্বলে বহ্নি-লিখা, মা!
ঐ বাজে তোর বিজয়-ভেরি,
নাই দেরি আর নাই মা দেরি,
        মুক্ত তোমার হ’তে॥ 
আনো তোমার বরণ-ডালা, আনো তোমার শঙ্খ, নারী!
ঐ দ্বারে মা’র মুক্তি-সেনা, বিজয়-বাজা উঠ্‌ছে তারি।
ওরে ভীরু! ওরে মরা!
মরার ভয়ে যাস্‌নি তোরা;
তোদেরও আজ ডাক্‌ছি মোরা – ভাই!
ঐ খোলে রে মুক্তি-তোরণ,
আজ একাকার জীবন-মরণ
            মুক্ত এ ভারতে॥

  • রচনাকাল: 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'য় প্রকাশিত গানটির সাথে রচনার স্থান উল্লেখ ছিল- কান্দিরপাড়, কুমিল্লা'। উল্লেখ্য, নজরুলের প্রথম বিবাহের ভেঙে যাওয়ার পর, দৌলতপুর থেকে কান্দিরপাড়ে এসেছিলেন ৪ঠা আষাঢ় ১৩২৮ (১৮ই জুন ১৯২১) এবং ২৪ আষাঢ় ১৩২৮ (৮ই জুলাই ১৯২১) তিনি এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাই ধরেই নেওয়া যায়- এই গানটি তিনি রচনা করেছিলেন  ৪ঠা আষাঢ় থেকে ২৪ আষাঢ়ের ভিতরে। এই সময় নজরুলের বয়স ছিল ২২ বৎসর ১-২ মাস।
     
  • গ্রন্থ: বিষের বাঁশি প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। শিরোনাম: 'বিজয়-গান']
  • পত্রিকা:  বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা [মাঘ ১৩২৮ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২২) ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।