পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার (porom purush sidhho jogi)
পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার,
পরমহংস শ্রীরামকৃষ্ণ লহ প্রণাম নমস্কার।
জাগালে ভারত শ্মশান তীরে
অশিব-নাশিনী মহাকালীরে
মাতৃনামের অমৃত-নীরে বাঁচালে মৃত ভারত আবার॥
সত্যযুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস,
পাঠালে ধরার দেশে দেশে ঋষি পূর্ণতীর্থ-বারি-কলস।
মন্দিরে মসজিদে গির্জায়
পূজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়,
তব নাম মাখা প্রেম-নিতেকনে ভরিয়াছে তাই ত্রিসংসার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়। যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৩৬ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি (বুধবার, ৬ ফাল্গুন ১২৪২)। কিন্তু আয়োজকরা এই অনুষ্ঠান করেছিলেন, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৩ মার্চ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকী পালিত হয়। এই উৎসবের জন্য এইচএমভি রামকৃষ্ণ সম্পর্কিত একটি গানের রেকর্ড প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিলে। এই রেকর্ডে নজরুলের রচিত এই গানটি প্রকাশিত হয়েছিল। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ১৯৮৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৯৮।]
- রেকর্ড:
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪). এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল।
- এইচএমভি এপ্রিল ১৯৩৭ (চৈত্র১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৮৭। শিল্পী: যূথিকা রায় ও কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]