পরমাত্মা নহ তুমি মোর (তুমি) পরমাত্মীয় মোর (poromatma noho tumi)
পরমাত্মা নহ তুমি মোর (তুমি) পরমাত্মীয় মোর।
হে বিপুল বিরাট! মোর কাছে তুমি, প্রিয়তম চিতচোর॥
তোমারে যে ভয় করে হে বিশ্বত্রাতা
তার কাছে তুমি রুদ্র দণ্ডদাতা,
প্রেমময় বলে তোমারে যে বাসে ভালো
তার কাছে তুমি মধুর লীলা কিশোর॥
দ্যাখে ভীরু চোখ আষাঢ়ের মেঘে বজ্র তব বিপুল,
মোর মালঞ্চে সেই মেঘে হেরি, ফোটায় নবমুকুল।
আকাশের নীল অসীম পদ্ম পরে
চরণ রেখেছ, হে মহান লীলা ভরে
সেই অনন্ত জানি না কেমন ক’রে
আমার হৃদয়ে খেল দিবানিশি ভোর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৫ মাস।
- রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৯ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬)। এন ১৭৩৮৪। শিল্পী: মাধবী মুখোপাধ্যায়। সুর: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
- পত্রিকা: ভারতবর্ষ [কার্তিক ১৩৪৭ (সেপ্টেম্বর-নভেম্বর ১৯৪০)] [নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নিতাই ঘটক। ভারতবর্ষ [কার্তিক ১৩৪৭ (সেপ্টেম্বর-নভেম্বর ১৯৪০)]
- সালাউদ্দিন আহ্মেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৯ সংখ্যক গান। [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম ও নিতাই ঘটক
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: ভজন
- তাল: দাদরা
- গ্রহস্বর:
- ণা [নিতাই ঘটকের স্বরলিপি]
- ণধা [সালাউদ্দিন আহ্মেদ-এর স্বরলিপি]