পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের (pori jafrani ghagori chole)

পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
ইরানি কিশোরী হেসে' হেসে'॥
চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
চলিছে সহেলি এলোকেশে॥
পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে 
 পিয়া পিয়া পিয়া পিয়া
কাহারে ভালোবেসে॥
মনে সে শিরাজির নেশা লাগায়
আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
তারি সুরে রহি' রহি' বিরহীর রবাব ঝুরে
বুল্‌বুলি পথ ভুলি' ইহারি লাগি' এলো এ দেশে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি  [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এন ৯৭৮৭। শিল্পী অণিমা (বাদল)। সুর: নজরুল ইসলাম। আরবী নাচের গান]
  • বেতার:
  • ইরানের স্বপ্ন (গীতিকা)
    • প্রথম প্রচার:  কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার, ৩ চৈত্র ১৩৪৬)। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
          সূত্র: [বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
    • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯ কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা থেকে ৮.৩৮ মিনিট।
          সূত্র:
      • [বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
      • The Indian leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 1685)] Calcutta 1, Transmission III,  Dream of Iran
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ২১ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: আরবীয় সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।