পরো সখি মধুর বধূ-বেশ (poro sokhi modhur bodhu-besh)
পরো সখি মধুর বধূ-বেশ
বাঁধো আকুল চাঁচর কেশ॥
বাঁকা ভুরুর মাঝে পর খয়েরি টিপ বকুল-বেলার হার,
ছাড় মলিন বাস শাড়ি চাঁপা রং পর পর আবার।
অধর রাঙাও সলাজ হাসিতে মোছ নয়ন-ধার –
বিদেশী বন্ধু তোমারে স্মরিয়া ফিরে এলো নিজ দেশ॥
মিলন-দিনে আর সাজে না মুখ-ভার ভোলো ভোলো অভিমান,
মধুরে ডাক কাছে তায়, জুড়াও তাপিত প্রাণ।
অরুণ-রাঙা হোক অনুরাগের রঙে করুণ সজল নয়ান –
মরম বীণায় উঠুক বাজিয়া মিলন-মধুর রেশ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি [শুক্রবার, ১৭ পৌষ ১৩৪৩] এইচএমভি এই গানটির রেকর্ড হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
[নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা] -
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৫২৮। পৃষ্ঠা: ৪৫৯]
- রেকর্ড:
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি [শুক্রবার, ১৭ পৌষ ১৩৪৩] এইচএমভি এই গানটির রেকর্ড হয়েছিল। রেকর্ডেটি পরে প্রকাশিত হয় নি।
- গ্রন্থ:
- প্রকাশ ও গ্রন্থভুক্তি: