পলাশ ফুলের গেলাস ভরি' পিয়াব অমিয়া তোমারে প্রিয়া (polash fuler gelas bhori)

 রাগ: পলাশী মিশ্র, তাল: কাহার্‌বা

পলাশ ফুলের গেলাস ভরি' পিয়াব অমিয়া তোমারে প্রিয়া
চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের আঁচল দিব পাতিয়া॥
নয়ন-মণির মুকুরে তোমার দুলিবে আমার সজল ছবি
সবুজ ঘাসের শিশির ছানি মুকুতা মালিকা দিব গাঁথিয়া॥
           ফিরোজা আকাশ আবেশে ঝিমায়
           দীঘির বুকে কমল ঘুমায়
নীরব যখন পাখির কূজন আমরা দু'জন রব জাগিয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল  সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯৩৪)। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
     
  • গ্রন্থ: গীতি-শতদল । প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পলাশী-মিশ্র-কাহারবা]।
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। শিল্পী: মিস সত্যবতী (পটল)। নম্বর: এফটি ৩৪৩৬] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৯ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।