পলাশ ফুলের মউ পিয়ে (polash fuler mou piye)
রাগ: শঙ্করা, তাল: একতাল১
পলাশ ফুলের মউ পিয়ে ঐ বউ-কথা-কও উঠ্ল ডেকে।
শিশ্ দিয়ে যায় উদাস হাওয়া নেবু-ফুলের আতর মেখে॥
এমন পূর্ণ চাঁদের রাতি
নেই গো আমার২ জাগার সাথী,
ফুল-হারা মোর কুঞ্জ-বীথি- কাঁটার স্মৃতি গেছে রেখে॥
শূন্য মনে এক্লা গুণি
কান্না-হাসির পান্না-চুণী,
বিদায়-বেলার বাঁশি শুনি- আস্ছে ভেসে ওপার থেকে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ(এপ্রিল ১৯৩৪) মাসে । এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- গীতি-শতদল।
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গান ১১। পলাশী-মিশ্র-কাহারবা]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ১১। পলাশী-মিশ্র-কাহারবা। পৃষ্ঠা ২৯০-২৯১]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৮৩। রাগ: বারোয়াঁ মিশ্র। তাল: কাহারবা। গান সংখ্যা ১২০। পৃষ্ঠা: ১২০]
- গীতি-শতদল।
- রেকর্ড:
- টুইন [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)]। এফটি ৩৪৩৬। শিল্পী: মিস সত্যবতী (পটল)। শ্রবণ নমুনা]
- এইচএমভি কোম্পানির সাথে নজরুলের চুক্তি। ১৮ সেপ্টেম্বর ১৯৩৫
- কলম্বিয়া, আগষ্ট ১৯৪৩। জিই ২৬০০। শিল্পী: আশলতা। [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৯ সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা