শোনালো শ্রবণে শ্যাম শ্যাম নাম (সখি) (shonalo shrobone shyam shyam)

শোনালো শ্রবণে শ্যাম শ্যাম নাম
যে নাম শুনি পবনে, যে নাম হৃদি-ভবনে
(সখি) যে নাম ত্রিভুবনে বাজে অবিরাম॥
নাম শোনা লো, শোনা লো
যে নাম শুনে কুলনারী হয় আনমনা লো।
সখি, ধেয়ায় যে নাম প্রতি ঘরে প্রতি জনা লো।
সখি ভোলায় যে গৃহকাজ, ভোলায় যে কুললাজ
যে নাম শুনিতে লো কান পেতে রই
সাধ যায় যে নাম-নামাবলী গায়ে দিয়ে যোগিনী হই।
নহে শুধু রাধিকার, সাধকের সাধিকার, যে নাম জপমালা সই,
তোরা শোনা সেই নাম লো,
তোরা বাহিরে শোনা, তোরা গাহিয়া শোনা
যে নাম অন্তরে জপি অবিরাম লো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩শে নভেম্বর (শুক্রবার ৭ অগ্রহায়ণ ১৩৪১)। কলকাতার নাট্যনিকেতন মঞ্চে মনোরঞ্জন ভট্টাচার্যের 'চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চ: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর (শুক্রবার ৭ অগ্রহায়ণ ১৩৪১), সন্ধ্যা ৭টায় নাট্যনিকেতন মঞ্চে 'চক্রব্যূহ' নাটক মঞ্চস্থ হয়েছিল। নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল উত্তরা ও অন্যান্যদের সমবেত কণ্ঠে। শিল্পী ছিলেন সরযূবালা ও সহশিল্পীবৃন্দ।
     
  • রেকর্ড:
    • নাটিকা: চণ্ডীদাস। নাট্যকার অপরেশ মুখোপাধ্যায়। টুইন। আগষ্ট রেকর্ড নাটক: চণ্ডীদাস। নাট্যকার চণ্ডীদাস (নাটিকা)। নাট্যকার অপরেশ মুখোপাধ্যায়।  [আগষ্ট ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এফ.টি ৪০৪৫। চরিত্র-রামী। শিল্পী: মিস হরিমতী]
    • টুইন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক)। এফটি ৪১০৩। শিল্পী-নারায়ণ বসু। সুর-নজরুল (কীর্তন)]
  • বেতার:
    • রূপানুরাগ। পালা-কীর্তন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি (১০ ফাল্গুন ১৩৪৭), কলকাতা-ক এর তৃতীয় অধিবেশনে রাত ৮ টা থেকে ৮.৩৯টা পর্যন্ত প্রচারিত হয়েছিল।
      • সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ ৪র্থ সংখ্যার [পৃষ্ঠা ১৭২, ২১০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।