এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ (e kunje poth bhuli kon bulbuli aj)

 রাগ: ভৈরবী, তাল: লাউনি
 
 এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান।
 বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান॥
 এলে কি দলিতে আজ ধুলি ঢাকা ফুল-সমাধি মোর,
 নাহি আর চৈতি হাওয়া, বহে আজি বৈশাখী তুফান॥
 সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথটি১ চেয়ে।
 সে বাসর বাসি হল কেঁদে নিশি হল অবসান॥
 বাজে মোর তোরণ দ্বারে খেলা শেষের বিদায়-বাঁশরি,।
 ফিরে যাও শেষ-অতিথি দাও যেতে দাও লয়ে অভিমান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভৈরবী-লাউনি। পৃষ্ঠা: ১৭]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ১৪।  ভৈরবী-লাউনি। পৃষ্ঠা: ২৩৩-২৩৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৬৬।  রাগ: ভৈরবী, তাল: লাউনি। পৃষ্ঠা: ৬৫২]
  • রেকর্ড: মেগাফোন  [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)। জেএনজি ৮১। শিল্পী: শ্রীমতী রাজলক্ষ্মী (ছোট)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।