পাপী তাপী সব তারলে চলি হয়্ কৃষ্ণ প্রেমকি নাইয়া (papi tapi sob tarle)
পাপী তাপী সব তারলে চলি হয়্ কৃষ্ণ প্রেমকি নাইয়া।
ভঁওয়র নেহি আব ভব-সাগরমে খেওত কৃষ্ণ কানাইয়া॥
কৃষ্ণ প্রেমসে যাওয়ে উদাসী
সঙ্গ রাখ্লে নিত্ জগবাসী,
মিট জাওয়েগা লাখ্ চৌরাশি, বনয়া কৃষ্ণ সেওইয়া॥
একবার তু কৃষ্ণ নাম লে
মধুর নাম সব জগকো লিখালে,
প্রেম নগরকি রাহ বানালে, কৃষ্ণ কে নাম লেওইয়া॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)। এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ২৪৭৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৬৪-৭৬৫।]
- রেকর্ড: ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪), এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল।