পাপে তাপে মগ্ন আমি জানি জানি তবু। (pape tape mogno ami)

পাপে তাপে মগ্ন আমি জানি জানি তবু।
পাপের চেয়ে তোমার ক্ষমা অনেক অধিক প্রভু॥
শিশু যেমন সারা বেলায় ধূলা মাখে
খেলার শেষে সন্ধ্যাবেলায় মাকে ডাকে,
(ওগো) ধূলায় মলিন সে ছেলেরে মা কি ত্যাজে কভু॥
তোমার ক্ষমা যে দেখেছে হে মোর প্রেমময়,
অশেষ পাপে পাপী হলেও করে না সে ভয়।
মুছবে তুমি তুমিই যদি মাখাও ধূলি
কাঁদাও যদি তুমি নেবে কোলে তুলি,
আমি তাই করি যা করাও তুমি হে লীলাময় প্রভু॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৫৫৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬৭।
  • রেকর্ড: টুইন [ফেব্রুয়ারি ১৯৩৭ খ্রিষ্টাব্দ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)। এফটি ৪৭৭৫। শিল্পী আব্দুল লতিফ। সুর: কে. মল্লিক]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।