পায়ের বেড়ি কাটল না তোর (payer beri katlo na tor)

পায়ের বেড়ি কাটল না তোর আরো আঘাত হানতে হবে।
ওরে আরো নিষ্ঠুর হ হয়ত শিকল টুটবে তবে॥
পালিয়ে যেতে চাইবি যত
প্রহরীরা ঘিরবে তত
যত ফাঁকি চাইবি দিতে (ওরা) ততই সজাগ হয়ে রবে॥
মায়ার ডোরে বন্দী ওরে সহজে কি মুক্তি মেলে
আয় বেড়িয়ে মিথ্যা সুখের জতু গৃহে আগুন জ্বেলে॥
বাঁধতে তোরে আসবে ধেয়ে
কাঁদতে কাঁদতে ছেলেমেয়ে
দেখবি না পিছনে চেয়ে (এসব) মায়ার খেলা বুঝবি যবে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৯৩। পৃষ্ঠা: ৫৯৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।