পায়েলা বোলে রিনিঝিনি। (payela bole rinijhini)

পায়েলা বোলে রিনিঝিনি।
নাচে রূপ-মঞ্জরি শ্রীরাধার সঙ্গিনী
           ভাব-বিলাসে
             চাঁদের পাশে,
ছড়ায়ে তারার ফুল নাচে যেন নিশীথিনী
নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল,
মৃদু মৃদু হাসে আনন্দ রাসে শ্যামল চঞ্চল।
             কভু মৃদুমন্দ
কভু ঝরে দ্রুত তালে সুমধুর ছন্দ,
বিরহের বেদনা মিলন-আনন্দ 

ফোটায় তনুর ভঙ্গিমাতে ছন্দ-বিলাসিনী

  • ভাবসন্ধান: নজরুল তাঁর নতুন রাগ সৃষ্টির প্রেরণা। এই প্রেরণা থেকে তিনি সৃষ্টি করেছিলেন নতুন রাগ 'রূপমঞ্জরী'।  এই গানে রাগ রূপমঞ্জরী শ্রীরাধার নৃত্যসঙ্গিনী হিসেবে কল্পনা করেছেন। তাতে মনে হয় এ রাগের রূপ লাস্য।  জ্যোস্নাপ্লাবিত রাতে তারা ফুল ছড়িয়ে নাচে- এ উপমায় মন হয় রাগের রূপ রসচঞ্চল এবং একই সাথে  রাসলীলার মৃদুমধুর হাস্যরসে পূর্ণ। এ রাগের দ্রুত মধুর ছন্দে বিরহ-বেদনা কিম্বা মিলন-আনন্দ,  সবই ছন্দমধুর হয়ে ওঠে।
     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১১ মে (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭), সন্ধ্যা ৭.০৫টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে নজরুল-সৃষ্ট রাগ নিয়ে তৈরি 'নব রাগমালিকা' গীতিনাট্যের দ্বিতীয় পর্ব প্রচারিত হয়েছিল। এই গানটি ছিল এই পর্বের তৃতীয় গান। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • একশো গানের নজরুল স্বরলিপি, প্রথম খণ্ড (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)। ৪৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১৩-১১৪।
    • নজরুলগীতি-অখণ্ড,হরফ। নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৫৫৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬৭।
    • নবরাগ
      • নজরুল ইনস্টিটিউট। সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ)। ৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৩-১৪। [নমুনা]
      • হরফ প্রকাশনী। কবির ৭৩তম জন্মদিন, ১৩৭৯ বঙ্গাব্দ। ৬ সংখ্যক গান।
  • বেতার: নব রাগমালিকা (গীতিনাট্য)। কলকাতা বেতারকেন্দ্র [১৩ জানুয়ারি ১৯৪০ খ্রিষ্টাব্দ ১৩ জানুয়ারি ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার ১৯ পৌষ ১৯৪৭) সান্ধ্য অনুষ্ঠান। ৭.২০-৮.০৪ মিনিট। রাগ: নির্ঝরিণী (নজরুল-সৃষ রাগ)।
    • সূত্র:
      • বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ ১ম সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা: ৪৪]
      • বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ ২য় সংখ্যায় [পৃষ্ঠা: ৬১-৬৪]
    • [রেজাউল করিম (শ্রবণ নমুনা)]
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।