পার কর, পার কর আল্লা রব্বেল বারি (par kor, par kor allah robbel bari)
পার কর, পার কর আল্লা রব্বেল বারি
ওহে তুমি পার না করিলে, আমার শুখ্নো ডাঙায় ডোবে তরী॥
ওহে দাঁড়ী মাঝি ছয় জন আছে,
একজন আছে হালের কাছে,
পাছে লা এর হাল ছুটে যায়, ঐ ভাবনায় সদায় মরি॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী গান। ২য় গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৭৯]
- বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।