পাল্লা-সাথে লেটোর ল্যাঠা লাগলো (palla-sathe letor letha laglo)
পাল্লা-সাথে লেটোর ল্যাঠা লাগলো।
ছড়াদার ও দোহাররা সব ভাগ্লো॥
(ওদের) ছন্দ সুরের মিল নাইকো গানেতে,
ও মিঞার জ্ঞান নাইকো তানেতে।
(ওদের) মাটির সাথে আকড়া মিশাল ধানেতে,
ষাঁড়ের সাথে গাধা বাঁধা থানেতে-
দেখে ইহা ভদ্রলোকে রাগলো॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- 'শতকথায় নজরুল' বিশ্বনাথ দে। সম্পাদনায় কল্যাণী কাজী। সাহিত্যম। কলিকাতা। শিরোনাম: লেট-দলের চাপান গান। পৃষ্ঠা: ৪৮
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৫২২]
- বিষয়াঙ্গ: কোন্ লেটোগানের অংশ, তা জানা যায় না। ভণিতা নাই।