পাষাণ যদি হতে তুমি অনেক আগে গলে যেত (pashan jodi hote tumi onek aage gole jeto)

পাষাণ যদি হতে তুমি অনেক আগে গলে যেত।
দেবতা যদি হতে তুমি আমার কাঁদন শুনতে পেতে॥
প্রেমিক নহ তুমি কপট
তুমি নিঠুর সুন্দর শঠ
এড়িয়ে তুমি চল সে পথ যে পথে দিই পরান পেতে॥
তৃষ্ণার জল নহ তুমি ছলনাময় মরীচিকা
প্রদীপ হয়ে কাছে ডেকে পুড়িয়ে মার অগ্নি-শিখা।
দেখে মোর যাতনা দিবস যামী
হয়ত তুমি গলবে স্বামী
তোমার পাষাণ বিগ্রহ তাই রেখেখি হৃদ মন্দিরেতে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।   ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি [শুক্রবার, ১৭ পৌষ ১৩৪৩]  এইচএমভি এই গানটির রেকর্ড হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৫২৮। পৃষ্ঠা: ৪৫৯]
  • রেকর্ড: ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি [শুক্রবার, ১৭ পৌষ ১৩৪৩] এইচএমভি এই গানটির রেকর্ড হয়েছিল। রেকর্ডেটি পরে প্রকাশিত হয় নি।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।