পিরিত হলো শূল গো, পিরিত হলো শূল। (pirit holo shul go,pirit holo shul)

পিরিত হলো শূল গো, পিরিত হলো শূল।
পিরিত করে মরল রাধে, মজিয়ে দ'কূল গো মজিয়ে দু'কূল॥
                রাধা যখন করে মান,
                (কৃষ্ণ) পায়ে ধরে ভাঙায় মান
বাঁশির সুরে মেতে উঠে, পাই না ভেবে কুল গো পাই না ভেবে কূল॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। হাস্যরসাত্মক পালা। সুদখোর ব্রজেন মুখার্জ্জী। সপ্তম দৃশ্যান্তর। প্রথম গান। ব্রজেনের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৭৭।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮০৭]
  • বিষয়াঙ্গ: 'সুদখোর ব্রজেন মুখার্জ্জী' হাস্যরসাত্মক পালার ষষ্ঠ গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।