পীর, সালাম করি, তব চরণে। (pir,salam kori tobo chorone)

পীর, সালাম করি, তব চরণে।
আমরা অবোধ শিশু রেখো যতনে॥
প্রথমে করি সালাম হজরত আলীর পায়,
তার পর করি সালাম বিবি মা ফাতেমায়,
চুরুলিয়ার হজরত পীর, সালাম তেনার কদমে॥

**১. পাথর চাপুড়ি দাতাগুলি সালাম তেনার কদমে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। আসর বন্দনা। ৩য় গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৮৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৬৪]
  • বিষয়াঙ্গ: আসর বন্দনার গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।