পুণ্যতোয়া ভাগীরথী নীরে করি স্নান, করি সূর্য বন্দনা। (punnotoya bhagirothi nire kori snan)

পুণ্যতোয়া ভাগীরথী নীরে করি স্নান, করি সূর্য বন্দনা।
সূর্যদেব, তোমারে বন্দিব সদা, ভুলিব না, ভুলিব না॥
            আমি অধিরথ সুত
            আমি রানী গর্ভজাত।
অস্ত্র শিক্ষা লভিয়াছি, করি কঠিন সাধনা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কর্ণবধ। প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। কর্ণের গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭১৭]
       
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'কর্ণবধ' পালার চাপান সং'-এর দ্বিতীয় গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।