পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া (puban haoa poshchime jao kabar pothe boia)

            পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
             যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া॥
             কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই
             সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই (রে ভাই)
             মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া॥
(তোমার)  পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি
             লইয়া যাও রে এই নিরাশের, দীর্ঘ নিশাসখানি।
             নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া॥
             মা ফাতেমা হজরত আলীর মাজার যথায় আছে
   আমার   সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে (রে ভাই!)
             কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭) মাসে,  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ২ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)-এর ৯৩৮ সংখ্যক গান। তাল: দাদরা পৃষ্ঠা: ২৮৮।
       
  • রেকর্ড:
    • টুইন [আগষ্ট ১৯৪০ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭)]। এন ১৭৩৯৫। শিল্পী: আশরাফ আলী।
    • এইচএমভি। ১৯৪৮। এন ১৯৭০৭। শিল্পী: বেদার উদ্দীন আহমদ। [শ্রবণ নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।