প্যকড় গ্যয়ে দিল কে চোর রে pokor gaye dil ke chor re
যুগল: প্যকড় গ্যয়ে দিল কে চোর রে,
নারী: চোর রে চোর রে চোর রে
কোই কহে দেখো ক্যা হ্যায় চুরুয়া
কোই কহে রাধা কো হী চুরায়া
কোই কহে পক্কে চোর হো প্যারে
কোই কহে দিল কে চোর রে॥
পুরুষ: ম্যায় চোর নহী হুঁ কুছ ন চুরায়া
না হি কিসী কো ম্যানে চুরায়া
বস্ এক নারী কো ম্যানে চুরায়া
লগাকে প্রীত কা ডোর রে॥
নারী: অব এক এক সে পুছন লাগী
কহো কিসকা দিল কিসনে চুরায়া?
শরম কী মারী কোই না বোলে
ঘুঁঘুট মেঁ সব মুহকো ছুপায়া।
পুরুষ: অব চোর নে কহা সুন সখিয়া মোরী
মুরলী সাঁচ বতায়ে
জিসতে দিল কো ম্যাইনে চুরায়া
নাম ওসকী শুনায়ে শুনায়ে (বন্দী)
রাধা! রাধা!
নারী: ঘের রহী তার ঘের রহী
সব সখিরা মিল কর রাধাকে।
অব ঘের রহী
কিসনে কী রাধা কী চোরী
কোন হ্যায় দিল কা চোর রে?
পুরুষ: অব তো ম্যায় হুঁ স্যথ তুমহারে
প্রীত কী ডোর না তোড় রে।
পুরুষ: কিউ খড়ি হ্যায় চুপকে প্যারী
তুম প্যঅনী সে ভর লই গগরিয়া
জীত হুই হ্যায় তুমহারী
নারী: অব হার গয়ে হ্যায় কন্থাই
রাধা প্যারী কে প্রীত কে আগে
এক ন চলী চুতরাই
অব হায় গয়ে হ্যাঁয় কন্থাই।
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৪২। পৃষ্ঠা: ৮৯৯-৯০০]