প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী গৌরী শিবে সিদ্ধি বিধায়িনী (pronomami shridurge narayani)

প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী গৌরী শিবে সিদ্ধি বিধায়িনী
মহামায়া অম্বিকা আদ্যাশক্তি ধর্ম-অর্থ-কাম মোক্ষ-প্রদায়িনী॥
শুম্ভ নিশুম্ভ বিমর্দিনী চণ্ডী নমো নমঃ দশপ্রহরণ ধারিণী
দেবী সৃষ্টি-স্থিতি-প্রলয়-বিধাত্রী জয় মহিষাসুর সংহারিণী।
                                            জয় দুর্গে, জয় দুর্গে॥
যুগে যুগে দনুজ দল-নী মহাশক্তি যোগনিদ্রা মধুকৈটভ নাশিনী
বেদ-উদ্ধারিণী মণি-দীপ বাসিনী শ্রীরাম অবতারে বরাভয় দায়িনী।
                                            জয় দুর্গে, জয় দুর্গে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৪) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮৫৩। তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ২৬২। 
    • দেবীস্তুতি। [নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংকলন। অষ্টম খণ্ড (১২ ভাদ্র ১৩১৫, ২৭শে আগষ্ট ২০০৮)। বাংলা একাডেমী ঢাকা। প্রস্তাবনা। পৃষ্ঠা: ২৪৩]
  •  পত্রিকা: বেতার জগৎ [১৬ জানুয়ারি ১৯৩৮ খ্রিষ্টাব্দ (রবিবার, ২ মাঘ ১৩৪৪)]। 'আমাদের কথা'  বিভাগে।
        [সূত্র: বেতার জগৎ। ৯ম বর্ষ ২য় সংখ্যা। প্রচ্ছদ ও পৃষ্ঠা: ৪৫।

     
  • বেতার: দেবীস্তুতি
    • প্রথম প্রচার। ২৭ জানুয়ারি ১৯৩৮ (বৃহস্পতিবার ১৩ মাঘ ১৩৪৪)।শিল্পী: মণিকা সেন, কল্পনা হাজরা ও অমিতা বন্দ্যোপাধ্যায়। সুর নজরুল ইসলাম।
    • দ্বিতীয় প্রচার। ২৫ জুলাই ১৯৩৮ (মঙ্গলবার, ৯ শ্রাবণ ১৩৪৬)। শিল্পী: রেবা সোম, ইলা ঘোষ ও চামেলী। সুর নজরুল ইসলাম]
       
  • রেকর্ড:
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)। এন ৯৯৪৬। শিল্পী: বাংলার ছেলেমেয়ে (কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, সুধীরা সেনগুপ্ত, ইন্দিরা দাশগুপ্ত)। সুর কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।