প্রদীপ কি জ্বলিল আবার (prodip ki jolilo abar)

প্রদীপ কি জ্বলিল আবার।
দিন কি গো শেষ হল মোর নিরাশার॥
বিরহ দাহন কি গো ফুরালো
বৈকালি বায়ে তনু জুড়ালো,
উঠিবে কি চাঁদ আর রবে না আঁধার॥
সে কি গো রাধারে ত্যাজিয়া ব্রজপথে
আরোহিবে মথুরার রথে,
যমুনায় আবার কি বহিবে জোয়ার॥

  • ভাবসন্ধান: গানটি কাফি ঠাটের প্রদীপকী রাগের লক্ষণগীত। এই গানটির রাগ লক্ষণকে কবি নিটল প্রেমের আশা-নিরাশার দ্বন্দ্বের কাব্যধর্মী ব্যঞ্জনায় প্রকাশ করেছেন। যেন কোনো এক কৃষ্ণ-প্রেমিকা তাঁর হারানো প্রেম-ঘন ক্ষণের প্রত্যাশ্যায় আত্মজিজ্ঞাসায় বলছেন- বিরহের দিন শেষ আবার কি প্রেমের প্রদীপ জ্বলে উঠবে, বিরহদহনের কি হলো অবসান জীবনসায়াহ্নে এসে, মনের গভীর অমানিশার অবসানে আবার কি চন্দ্রোদয়ে সকল হতাশারা কালিমা দূর হয়ে যাবে। নাকি রাধাকে ত্যাগ করে মথুরার যাত্রা পথে রথে আরোহণ করবে? আবার কি যমুনায় বইবে প্রেমের জোয়ার?

    কাব্যের এই ছদ্মআবরণ ভেদ করলে পাওয়া যায়, প্রদীপকী রাগের লক্ষণসমূহ। কবি এই গানের স্থায়ীতে  'প্রদীপ কি' শব্দের মধ্য দিয়ে 'প্রদীপকী' রাগের নামকে উপস্থাপন করেছেন এবং 'দিন কি গো শেষ হল মোর নিরাশার' বাক্যে এই রাগের পরিবেশনের সময় দিনশেষের বা দিবা তৃতীয় প্রহর উল্লেখ করেছেন।

    এই রাগের মধুর আলাপনে যেন ফুটে ওঠে মধুর আশার আলো। এই রাগের বিরহের যাতনা থেকে মুক্ত দেয়, এবং মিলনের শৃঙ্গার রসের ইঙ্গিত দেয়। এই রাগ দিবাশেষে জন্য কল্যাণ-প্রদীপের মতো মনে স্নিগ্ধ আভা ছড়িয়ে দেয়। তপ্তদিনের শেষে এই রাগ প্রকৃতিকে যেন বিরহদহন থেকে মুক্তি দেয়। অপরাহ্ণের স্নিগ্ধ সমীরণে চিত্তকে প্রসন্ন করে তোলে। এই রাগে আরোহে ঋষভ ও ধৈবত (রা ধা) বর্জিত। এর মধ্য দিয়ে বিরহ হয়ে ওঠে শৃঙ্গারধর্মী, তাই যমুনায় সঞ্চারিত হয় প্রেমের জোয়ার।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের [২৮ ডিসেম্বর ১৯৩৯ (বৃহস্পতিবার ১২ পৌষ ১৩৪৬) কলকাতা বেতার কেন্দ্র থেকে নজরুলের রচিত ঠাট-ভিত্তিক 'মেল-মেলন' নামক গীতিআল্লেখ্য প্রচারিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য ১৫৩৪। পৃষ্ঠা: ৪৬১।
  • বেতার:
    • মেল-মেলন কলকাতা বেতারকেন্দ্র। [২৮ ডিসেম্বর ১৯৩৯ (বৃহস্পতিবার ১২ পৌষ ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান। ৭.২০-৮.০৪ মিনিট] দ্বিতীয় গান। কাফি ঠাট, প্রদীপকী-তেতালা।
       [বেতার জগৎ-এর নমুনা পত্র]
      • সূত্র:
        • বেতার জগৎ। ১০ম বর্ষ ২৪শ সংখ্যা। ১৬ ডিসেম্বর ১‌৯৪০
        • The Indian Listener Vol. IV. No 24, 7 December 1939. Page 1731
  • পর্যায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।