প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন (probhu tomate je kore pran nibedon)

  প্রভু   তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার
        শত সে বিপদে আপদে তাহার হাত ধরে কর পার॥
                তার দুঃখে শোকে ভাবনায় ভয়ে
                তব নাম রাজে সান্ত্বনা হয়ে
        পার হয়ে যায় তব নাম লয়ে দুস্তর পারাবার॥
        ঝড় ঝঞ্ঝায় প্রাণ শিখা তার শান্ত অচঞ্চল
        টলমল করে রূপে রসে তার জীবনের শতদল।
                যেমন পরম নির্ভরতায়
                শিশু তার মার বক্ষে ঘুমায়
        তোমারে যে পায় সে জন তেমনি ডরে নাহি সংসার॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৬ খ্রিষ্টাব্দের এপ্রিল  (চৈত্র ১৩৪২-বৈশাখ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১০ মাস।
  • রেকর্ড: টুইন  [এপ্রিল ১৯৩৬ (চৈত্র ১৩৪২-বৈশাখ ১৩৪৩)। এফটি ৪৩২৭। শিল্পী: আব্দুল লতিফ। সুর: কে. মল্লিক]  [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ১৭ সংখ্যক গান [নমুনা]
     
  • সুরকার: কাশেম মল্লিক
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সাধারণ]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: মা

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।