(প্রভু) রাখ এ মিনতি ত্রিভুবন-পতি তব পদে মত (probhu rakho e minoti tribhubon poti)
(প্রভু) রাখ এ মিনতি ত্রিভুবন-পতি তব পদে মতি।
আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব-জ্যোতি॥
সংসার মরুমাঝে তুমি মেঘ-মায়া,
বিষাদ-শোক তাপে তুমি তরু-ছায়া,
সান্ত্বনা দাতা তুমি দুঃখ ত্রাতা অগতির গতি॥
জননীর মত আছ ঊর্ধ্বে জাগি
জলে স্থলে শূন্যে অগণিত তব দান মোদের লাগি১।
ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে,
সহসা ঢলি পড় বনে ফুল-সাজে,
কোমলে কঠোরে হে প্রভু বিরাজে তব মহাশক্তি॥
হৃদয়-সরসী দুলালে পরশি’ গত নিশি।
নিশি-শেষে চাঁদ পূর্ণিমা চাঁদ গেল মিশি॥
নয়ন মুদি কুমুদী ঐ
কাঁদে প্রিয় কই,
পিউ কাঁহা, পিউ কাঁহা, পিউ কাঁহা দশ দিশি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীত
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। ভজন। ভৈরবী-কাওয়ালী। পৃষ্ঠা: ৯৫
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। গান সংখ্যা ৬৫। ভজন। ভৈরবী-কাওয়ালী। পৃষ্ঠা ২১৬-২১৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৯৮। রাগ: ভৈরবী, তাল: কাওয়ালি। পৃষ্ঠা: ৬০০]
- বনগীত
- রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)]। এন ৭১০৮। শিল্পী: কে মল্লিক
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেপান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪২৮। সেপ্টেম্বর ২০২১] গান সংখ্যা ১২। পৃষ্ঠা: ৫২-৫৪ [নমুনা]
- পর্যায়: