কত আর এ মন্দির দ্বার, হে প্রিয়, রাখিব খুলি' (koto ar e mondir dwar, he priyo, rakhibo khuli)

     কত আর এ মন্দির দ্বার, হে প্রিয়, রাখিব খুলি'।
     বয়ে যায় যে লগ্নের ক্ষণ, জীবনে ঘনায় গোধূলি॥
     নিয়ে যাও বিদায়-আরতি, হ'ল ম্লান আঁখির জ্যোতি;
     ঝরে যায় শুষ্ক স্মৃতির মালিকা-কুসুমগুলি॥
     কত চন্দন ক্ষয় হ'ল হায়, কত ধূপ পুড়িল বৃথায়;
     নিরাশায় সে পুষ্প কত ওপায়ে হইল ধূলি॥
ও   বেদী-তলে কত প্রাণ 
 হে পাষাণ নিলে বলিদান;
     তবু হায় দিলে না দেখা 
 দেবতা, রহিলে ভুলি'॥

  • রচনাকাল ও স্থান:  গানটি রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নাচঘর পত্রিকার ২২শে আশ্বিন ১৩৩৮ সংখ্যায় (বৃহস্পতিবার ৫ অক্টোবর ১৯৩১) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
     
  • পত্রিকা:
    • নাচঘর। ২২শে আশ্বিন ১৩৩৮ সংখ্যায় (বৃহস্পতিবার ৫ অক্টোবর ১৯৩১)। ভীম পলশ্রী-ঠুংরী
    • ভারতবর্ষ। জ্যৈষ্ঠ ১৩৩৯ (মে-জুন ১৯৩২)। উমাপদ ভট্টাচার্য এম এ, ও জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। [নমুনা]
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]। ভীমপলশ্রী-কাওয়ালি। গান সংখ্যা ৭।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  সুর-সাকী। ৭। ভীমপলশ্রী-কাওয়ালি। পৃষ্ঠা: ২২৫-২২৬]
  • রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮)। এফটি ৮৪৭। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় [শ্রবণ নমুনা] 
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।