প্রাণ চায় চোখে চাহিতে পার না (pran chay chokhe chahite paro na)

প্রাণ চায় চোখে চাহিতে পার না, ক্যায়সি য়্যে শরম তোমহারা।
পরিয়া বসন ফেল গো খুলিয়া, জেয়সি উয়ো, আ কর পোকারা॥
পাতিয়া যতনে ফুলের শয্যা,
ডাকিতে পার না একি এ ল্জজা;
আঁখ ফেরা লেতা হেয় যব উয়ো তব তু করতি হেয় ইশারা॥
সাধে সে যবে চরণে ধরে,
কও না কথা শরমে মরে;
রোতে হো, চলে জানে কে বাদ, হায় তুঝে শরম সে মারা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৮৬। পৃষ্ঠা: ৬৫৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।