প্রাণ বন্ধু রে! তোমার জন্যে করলাম (pran bondhu re tomar jonno korlam)

প্রাণ বন্ধু রে! তোমার জন্যে করলাম ক্ষয়
জ্বালা পোড়া প্রাণে আর কত সয়॥
তোমাকে ভালোবাসি এ জগতে হইলাম দোষী।
পাড়ার লোকে কত মন্দ কয় বন্ধু রে॥

শাশুড়ি ননদী বৈরী ঐ ঘরে বসতি করি,
আমায় দিন-রজনী দেখায় কত ভয়॥
তোমায় দেখব বলে ঘরের জল বাইরে ফেলে
জলে যাব যখন মনে আশা হয়, বন্ধু রে॥
কলসি যখন লই কাঁখে, শাশুড়ী ননদী দেখে।
তারা ডেকে বলে, ‘কই যাও অসময়?’
না জানিয়ে প্রেম করিলে
নয়ন-জলে ভাসে সব সময়, বন্ধু রে।
জানিয়ে যে প্রেম করে ভাসে আনন্দ-সাগরে।
ও তার দুরে গেছে কাল-শমনের ভয় ও বন্ধু রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৫৭ গান। পৃষ্ঠা: ৬৭৬।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।