প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহের আঙিনাতে (praner thakur lila kore)

প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহের আঙিনাতে
রসের লুকোচুরি খেলা নিত্য আমার তারই সাথে॥
          তারে নয়ন দিয়ে খুঁজি যখন
          অন্তরে সে লুকায় তখন
অন্তরে তায় ধরতে গেলে লুকায় গিয়ে নয়ন-পাতে॥
ঐ দেখি তার হাসির ঝিলিক আমার ধ্যানের ললাট-মাঝে
ধরতে গেলে দেখি সে নাই কোন্ সুদূরে নূপুর বাজে।
এত কাছে রয় সে তবু পাই না তারে হাতে হাতে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৫৭) মাসে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৫১ বৎসর ছিল ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮৯৩। তাল: দাদরা। পৃষ্ঠা: ২৭৫]
  • রেকর্ড: কলম্বিয়া [সেপ্টেম্বর ১৯৫০ (ভাদ্র-আশ্বিন ১৩৫৭)। রেকর্ড নম্বর জিই ৭৭৭১। শিল্পী: উত্তরা দেবী। সুর: নিতাই ঘটক]  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।