প্রাণের প্রিয়তম যাহা কিছু তোমার (praner priyotomo jaha kichhu tomar)
প্রাণের প্রিয়তম যাহা কিছু তোমার
খোদার রাহে ফিতরা দে –
আজিকে ঈদের চাঁদে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- রেকর্ড: ঈদল ফেতর। রেকর্ড নাটক। এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮২৪। শিল্পী: ধীরেন দাস। চরিত্র: ফকির।]