প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই (priyo emon raat jeno jayna brithai)

        প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
        পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরি টিপ,
        জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ,
        মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই॥
        তুমি আসিবে বলে সুদূর অতিথি
        জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি,
        কভু ঘরে আসি কভু বাহিরে চাই॥
        আজি আকাশে বাতাসে কানাকানি,
        জাগে বনে বনে নবফুলের বাণী,
        আজি আমার কথা যেন বলিতে পাই॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে প্রকাশিত গানের মালা গ্রন্থের প্রথম সংস্করণে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা। প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা ৭। ভৈরবী-কার্ফা]
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। এফটি ৭২৯৩। শিল্পী: হরিমতী। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [ নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড,নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৬ সংখ্যক গান। [নমুনা]
     
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।