প্রিয় কোথায় তুমি কোন গহনে (priyo kothay tumi kon gohone)
প্রিয় কোথায় তুমি কোন গহনে
কোন্ ধ্রুবলোকে কোন্ দূর গগনে॥
খোঁজে কানন তোমায় মেলি' কুসুম-আঁখি,
'তুমি কোথায়' বলি' ডাকে বনের পাখি।
আছ ঠাকুর হয়ে কোন্ দেবালয়ে
কোন্ শ্রাবণ-মেঘে দখিনা পবনে॥
সিন্ধু-বুকে মুখে লুকায়ে নদী
'তুমি কোথায়' বলি' কাঁদে নিরবধি।
জ্বালি' তারার বাতি
খোঁজে আধার রাতি,
তোমার খুজিয়া নিভিল জ্যোতি মোর নয়নে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৮ মাস।
- রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩৯ (মাঘ-ফাল্গুন ১৩৪৫)। এফটি ১২৭০৯। নীলিমা চৌধুরী (স্বর্ণ) [শ্রবণ নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ। ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৬-৭৮] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: পদা