প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া (priyo tobo gole dole je haar)


       রাগ : ভীমপলশ্রী, তাল : কাহার্‌বা

  প্রিয়   তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া
সে যে   হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া॥
          তোমারি মতন যেন কাহার সনে
          সেদিন পথে চোখাচোখি হল গোপনে
   মন   চকিতে হরিল যে সেই চকিত চাওয়া॥
   ছিল   চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা
   ছিনু   একেলা আমি, চলে একেলা বালা
   বহে   ঝিরিঝিরি ধীরি-ধীরি চৈতী হাওয়া
           চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে
   তার   নয়নে ও ঘটে জল উঠিল দুলে
           চেয়ে দেখি মোর আঁখি সলিল ছাওয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। জয়তী পত্রিকার 'বৈশাখ ১৩৩৯ বঙ্গাব্দ' (এপ্রিল-মে ১৯৩২) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১১ মাস।
     
  • পত্রিকা: জয়তী। বৈশাখ ১৩৩৯ (এপ্রিল-মে ১৯৩২) । শিরোনাম- গজল-গুচ্ছ।
  • রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ ১৩৩৯)]। এফটি ২৩৫৭। শিল্পী: বীণাপাণি। [শ্রবণ নমুনা]
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)। গান সংখ্যা ১৩। ভীমপলশ্রী-কার্ফা
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  সুর-সাকী। ১৩। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা: ২২৯-২৩০।
         
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।