প্রেম অন্ধ হে ভিখারি, কার কাছে ভিক চাও? (prem ondho hey bhikhari)

প্রেম অন্ধ হে ভিখারি, কার কাছে ভিক চাও?
আমি তোমার মত ভিখারিনী হায় দেখিতে পাও না তাও॥
তব আহ্বানে তনু প্রাণ মন
চৈতালী ঝড়ে ফুলের মতন
ছড়াইয়া পড়ে দিক দিগন্তে কে তুমি বলে যাও॥
(প্রেম) ভিক্ষার ছলে জাগাতে আসিলে এ কি প্রেম-অনুরাগ?
নীরস নয়নে বহালে যমুনা হৃদয়ে ছড়ালে ফাগ (গো)।
(আর) কর না ছলনা কে তুমি বল
(মোর) করিলে এমন রস বিহ্বল
তুমি যে প্রেমে হলে অন্ধ ভিখারি মোরে সেই প্রেম দাও॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০০০। পৃষ্ঠা: ৬০১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।