প্রেম আমার জাতি লাজ কুল (prem amar jati laj kul)

চণ্ডীদাস : প্রেম আমার জাতি লাজ কুল মান সাথী
             প্রেম-রাজ-মুকুট শিরে।
রামী :    প্রেম যোগিনী হয়ে ছাড়িব সংসার
            লয়ে প্রেম বিরহীরে॥
চণ্ডীদাস : প্রেমের কলঙ্ক-চন্দন সব গো
            থাকুক ললাট ঘিরে।
উভয়ে : প্রেম-বাউল হয়ে ছেড়ে যাই গৃহ গো
            প্রেম ডাকে বাহিরে॥

  • রচনাকাল ও স্থান: রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।  ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে,  টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)। ১৭৩৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫১৭।
  • রেকর্ড: টুইন। রেকর্ড নাটক 'চণ্ডীদাস'। [আগষ্ট ১৯৩৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)। এফটি ৪০৪৬। শিল্পী: দেবেন বিশ্বাস ও হরিমতী।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।