প্রেম আর ফুলের জাতি কুল নাই (prem ar fuler jati kul nai)
প্রেম আর ফুলের জাতি কুল নাই
বুলবুলি সে কথা ভুলিল কি হায়।
সে কেন তবে আসে না
রাতের ফুল মোর হাতে শুকায়॥
রাজ-বাগিচার ফুল হোক যতি গরবী
পথের ফুলেও এছ তা'রি মত সুরভি,
রসের পুতলী হয় পথের ভিখারিনী
যদি প্রেম পায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯), রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছায়াছবি 'চৌরঙ্গী'। আবার মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল ১৯৪২ সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
- চলচ্চিত্র: চৌরঙ্গী [১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯) রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ভিখারিনির গান]
- রেকর্ড:মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। নম্বর জেএনজি ৫৬৩৮। শিল্পী সুপ্রভা সরকার]