প্রেমের গোকুলে কুটির বাঁধিব গো, প্রেমের যমুনাতীর (premer gokul e kutir badhibo go)

চণ্ডীদাস : প্রেমের গোকুলে কুটির বাঁধিব গো, প্রেমের যমুনাতীরে।
রামী : নীর ভরণে যাব প্রেম যমুনাতে, প্রেমের গাগরি শিরে॥
চণ্ডীদাস : প্রেম জাগরণে শয়নে স্বপনে প্রেম থাক্‌ পরান ঘরে (মোর)।
রামী : প্রেম গলার হার, প্রেম নয়নধার, প্রেম দীপ ঘন-তিমিরে॥
চণ্ডীদাস : প্রেম পরান প্রিয়, প্রেম সুধা অমিয় চাহি প্রেমের প্রেমীরে।
প্রেমের লাগিয়া লাখো জনম গো আসিব ফিরে ফিরে॥
রামী : প্রেমের যমুনা তীরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।  ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) টুইন রেকর্ড মাসে,কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)। ২০০৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬০২।
  • রেকর্ড: টুইন। রেকর্ড নাটক 'চণ্ডীদাস'। [আগষ্ট ১৯৩৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)।  এফটি ৪০৪৬। শিল্পী: দেবেন বিশ্বাস ও হরিমতী।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।