কত নিদ্রা যাও রে কন্যা জাগো একটুখানি (koto nidra jao re konya jago ektukhani)

         কত নিদ্রা যাও রে কন্যা            জাগো একটুখানি
         যাবার বেলায় শুনিয়া যাই          তোমার মুখের বাণী॥
         নিশীথিনীর ঘুম ভেঙ্গে যায়         চন্দ্র যখন হেসে তাকায় গো
         চাতকিনী ঘুমায় কি গো             দেখলে মেঘের পানি॥
         ফুলের কুঁড়ি চোখ মেলে চায়       যেই না ভ্রমর বোলে (রে কন্যা)
         বসন্ত আসিলে রে কন্যা             বনের লতা দোলে (রে কন্যা)।
         যারা আছে প্রাণে প্রাণে              জাগে তারা ঘুম না জানে
         আমি যখন রইব না গো             (তখন) জাগবে তুমি জানি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন ১৩৪৬) এইচএমভি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। লোক-গীতি। ২০১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৩২]
      • পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ১৭৫১ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৩৪৭।
  • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৩। পৃষ্ঠা ৮]
  • নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। স্বরলিপিকার: সুধীন দাশ। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা ১১১-১১৪]
     
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)]। এন ১৭৪২০। শিল্পী: গোপাল সেন। সুরকার: কাজী নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২৩ সংখ্যক গান]  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: মিশ্র ভাটিয়ালি
    • তাল: কাহারবা  
    • গ্রহস্বর: না।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।