প্রেমের প্রভু ফিরে এসো (premer probhu fire esho)
প্রেমের প্রভু ফিরে এসো, শিখাও আবার ক্ষমা।
ধূলির ধরায় আবার বহু পাপ হয়েছে জমা॥
ভোগবতীর ফেনিল জলে ডুবল ধরা অতল তলে,
ভরল বিশ্ব হলাহলে ঘিরল নিশীথ অমা॥
শিশুর মত অবোধ এরা খেলনা নিয়ে তাই,
নিত্য করে হানাহানি, ভাইকে মারে ভাই।
তোমার ত্যাগের মন্ত্র দিয়ে আবার এদের যাও বাঁচিয়ে
ভোগক্লান্ত ধরা (প্রভু, রণক্লান্ত ধরা) আবার হউক বিশ্বরমা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি পাওয়া যায় নজরুলের হারানো গানের খাতায় সংগৃহীত পাণ্ডুলিপিতে।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২০০৬। পৃষ্ঠা: ৬০২]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৩৫। for Kumari Sabita Roy লিখে কেটে দেওয়া হয়েছে। HMV । ভজন। পৃষ্ঠা: ১৬২।]