ফাগুন ফুরাবে যবে (fagun furabe jobe)

       ফাগুন ফুরাবে যবে 
       উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
       কোয়েলা নীরব বহে॥
       আমারে সেদিন যদি স্মরণে আসে
       বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
       আমার স্মৃতি যত ঝরা পাতার মত
       ফেলিয়া দিও নীরবে॥
যবে  বাসর-নিশি ফুরাবে
       রাতের মিলন-মালা প্রভাতে মলিন হবে;
       সুখ শশী অস্ত যাবে-
       আসিবে জীবনে তব বৈশাখী ঝড়
       লুটাবে পথের' পরে ভেঙে যাবে ঘর
       সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে
       গৃহহীন করিয়াছ যাহারে ভবে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
  • রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। রেকর্ড নম্বর জেএনজি ৫৪৯৭। শিল্পী: ভবানী দাস।  সুর: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  সুধীন দাশ। [ নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৮-১০০।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ:স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।