ফাগুন বেলায়, বুঁইচি বনে, খেলতে খেলা গো। (fagun belay buichi bone)
ফাগুন বেলায়, বুঁইচি বনে, খেলতে খেলা গো।
হারিয়ে গেছে, নাকছাবি মোর, পাই না খুঁজে গো॥
পাইনা খুঁজে, দাও না খুঁজে হে,
হৃদি আসন পেতে দিব, তোমার চরণে,
দাও হে খুঁজে, পরব নাকো, নাচব তোমার সনে গো॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। প্রেম গান (ছোট)। ৬ষ্ঠ গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৮৭।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৭০]
- বিষয়াঙ্গ: প্রেমের গান। ভণিতা নাই।