ফিরি ক’রে ফিরি আমি আল্লাহ্ নবীর নাম।
ফিরি ক’রে ফিরি আমি আল্লাহ্ নবীর নাম।
দেশ-বিদেশে পথে ঘাটে হাঁকি সুব্হ-শাম॥
কলমা শাহাদরেত বাণী
যে বারেক বলে একটুখানি,
সে চাওয়ার অধিক দেয় আমারে মোর সওদার দাম॥
দাম দিয়ে সব দুনিয়াদারীর দামি জিনিস চায়,
অমূল্য এই আল্লারই নাম কেউ চাহে না হায়।১
আল্লাহ্ নামের ফেরিওয়ালায়
ডাকে ওরা শেষের বেলায়,
ঐ নাম দিয়ে সে আখেরে পায় বেহেশ্তী আরাম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
- জুলফিকার
- দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
- নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ৮। পৃষ্ঠা ৯৪-৯৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৫৭৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭১।
- জুলফিকার
- রেকর্ড:
- মেগাফোন [আগষ্ট ১৯৪০ (শ্রাবণ-ভাদ্র ১৩৪০)। শিল্পী: মীর মজফ্ফর আলী। জেএনজি ৫৪৯২। সুর নজরুল ইসলাম]