ফিরে আয় ওরে ফিরে আয় (fire ay ore fire ay)
ফিরে আয় ওরে ফিরে আয় শূন্য এ বুকে ফিরে আয়।
সন্ধ্যা ঘনায় তুই কোথা হায় ওরে পাখি, মোর নীড়ে আয়॥
তোরে না হেরিয়ে ওরে ধ্রুবতারা,
ব্যথার পাথারে কাঁদি পথহারা,
তোরে যে হরিল নিয়ে সে হিররে শূন্য এ মন্দিরে আয়॥
- রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০০৮। রাগ: ছায়ানট। তাল: একতাল। পৃষ্ঠা: ৬০৩]
- চলচ্চিত্র: ধ্রুব। ক্রাউন টকি হাউস। ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০) । সুনীতির গান। শিল্পী: আঙ্গুরবালা]