ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম (fire esho, fire esho priyotomo)

ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি।
লতা-নিকুঞ্জে কাঁদে আজো বন-বুলবুলি

ঘুমায়ে পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে
তুমি যে ঘুমায়েছিলে সেদিন আমার পাশে
সাজানো সে গৃহ তব, ঢেকেছে পথের ধূলি

আমার চোখের জলে মুছে যায় পথ-রেখা
রোহিণী গিয়াছে চলি
' চাঁদ কাঁদে একা-একা
কোন দূর-তারালোকে কেমনে রয়েছ ভুলি
'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৭) মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ৮ মাস।
     
  • রেকর্ড: মেগাফোন। জানুয়ারি ১৯৪১ (পৌষ-মাঘ ১৩৪৭)। জে.এন.জি. ৫৫৪৩। শিল্পী: বিনয় কুমার অধিকারী। [শ্রবণ নমুনা] [অনামিকা সরকার সোমা (শ্রবণ নমুনা)]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা:  ৭০-৭২ [নমুনা]
  • সুরকার কাজী নজরুল ইসলাম।
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ:
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: মা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।