লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে (lukochuri khelte hori)

   রাগ: ধানি মিশ্র, তাল: কাহার্‌বা
 লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে
 লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥
 গহন মেঘে লুকাতে চাও অম্‌নি রাঙা, চরণ লেগে
 যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,
 চপল হাসি চম্‌কে বেড়ায় বিজলিতে নীল গগনে॥
 রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি'
 ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি।
 হাজার কুসুম ফুটে' ওঠে লুকাও যখন শ্যামল বনে।
 মনের মাঝে যেম্‌নি লুকাও, মন হয়ে যায় অম্‌নি মুনি,
 ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি
 দুষ্টু তুমি দৃষ্টি হয়ে লুকাও আমার এই নয়নে
 দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের আগষ্ট  (শ্রাবণ-ভাদ্র ১৩৪১) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা-৫২। ধানী মিশ্র-কাওয়ালি।
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ৫২।  ধানী মিশ্র-কাওয়ালি। পৃষ্ঠা: ২২৩-২২৪।
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এন ৭২৬৫। শিল্পী: মৃণালকান্তি ঘোষ]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২৩ সংখ্যক গান। [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
      • সুরাঙ্গ: ভজন
      • তাল: কাহারবা
      • গ্রহস্বর: জ্ঞা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।