ফুটফুটে ওই চাঁদ হাসেরে ফুল-ফুটানো হাসি (futfute oi chad hashe re)

ফুটফুটে ওই চাঁদ হাসেরে ফুল-ফুটানো হাসি
হিয়ার কাছে পিয়ায় ধরে
বলতে পারি আজ যেন রে
তোমায় নিয়া পিয়া আমি হইব উদাসী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬) সাপুড়ে ছায়াছবিতে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • চলচ্চিত্র: সাপুড়ে। ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬)। নিউ থিয়েটার্সের নিবেদন। প্রেক্ষাগৃহ: পূর্ণ থিয়েটার্স। শিল্পী: কানন দেবী ও পাহাড়ি সান্যাল।
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: রঙ্গব্যঙ্গ (চলচ্চিত্রের গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।