ফুট্লো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ-কুঁড়ি (futlo jedin falgune hay)
ফুট্লো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ-কুঁড়ি
বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি'
কিসের আশায় গোলাপ বনে
গাইতো সে গান আপন মনে,
লতার সনে পাতার সনে খেল্তো লুকোচুরি (হায়)
সেই লতাতে প্রথম প্রেমের ফুট্লো মুকুল যবে
পালিয়ে গেল ভীরু পাখি অম্নি নীরবে।
বাস্লে ভালো যে-জন কাঁদে
বাঁধবো তা’রে কোন্ সে ফাঁদে,
ফুল নিয়ে তাই অবসাদে বনের পথে ঘুরি (হায়)
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি (মঙ্গলবার, ১৩ মাঘ ১৩৪৩) এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, তাতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ৩৭ বৎসর ছিল ৮ মাস।
- রেকর্ড:
- এইচএমভি রেকর্ড কোম্পানীর সাথে নজরুলের চুক্তিপত্র। ২৬ জানুয়ারি ১৯৩৭ (মঙ্গলবার, ১৩ মাঘ ১৯৪৩)।
- এইচএমভি। মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন ৯৮৬২। অণিমা বাদল [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। ১৭ সংখ্যক গান।] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: মরমী
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা