ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়ে (futlo sondhyamonir ful)

ফুট্‌লো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়
ফুল-ফোটাতে কে এলে ফুল ঝরানো সাঁঝ-বেলায়॥
            আজ কি মোর দিনের শেষে
            উঠ্‌লো চাঁদ মধুর হেসে'
কৃষ্ণা-তিথির তৃষ্ণা মোর মিটলো ওই জোছনায়॥
আজ যে আঁখি অশ্রুহীন কি দিয়ে ধোয়াই চরণ'
সুন্দর বরের বেশে এলে কি আমার মরণ'!
            দেখ বসন্তের পাখি
            কোয়েলা গেছে ডাকি',
আনন্দের দূত তুমি ডাকিয়া ফুল ফোটায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ‌এপ্রিল মাসে (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১) টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১০ মাস।  
     
  • রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)। এফটি ৩০৮৩। শিল্পী: মিস্ ঊষারাণী] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮২-৮৬] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।