ফুরাবে না এই মালা গাঁথা মোর ফুরাবে না এই ফুল (furabe na ei mala gatha)

ফুরাবে না এই মালা গাঁথা মোর ফুরাবে না এই ফুল
এই হাসি ঐ চাঁপার সুরভি ভুল নহে, ভুল নহে, নহে ভুল॥
            জানি জানি মোর জীবনের সঞ্চয়,
            রসঘন-মাধুরীতে হবে মধুময়
তবে কেন আমার বকুল-কুঞ্জে বাঁশরি হইল আকুল॥
            কৃষ্ণা তিথিতে নাই যদি হাসে চাঁদ,
            ফুরাবে না মোর পূর্ণ রাসের সাধ
যমুনার ঢেউ থাকুক আমার (আমি) নাই দেখিলাম কূল॥

 

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। দিকশূল ছায়াছবি মুক্তি পেয়েছিল ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ই জুন (শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৯৫০)। আর এই ছবিতে ব্যবহৃত এই গানটি ১৯৪২ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৮-বৈশাখ ১৩৪৯), হিন্দুস্থান রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ৪২ বৎসর ছিল ১০ মাস।  
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৮৮। পৃষ্ঠা: ৩০৩]
  • রেকর্ড:
    • হিন্দুস্থান [এপ্রিল ১৯৪২ (চৈত্র ১৩৪৮-বৈশাখ ১৩৪৯)। এইচ ১০৪৭। সরমার গান। শিল্পী: নিউ থিয়েটার্সের শিল্পীবৃন্দ। রেকর্ডের লেবেলে লেখা ছিল- NEW THEATRES' RECORD । দিকশূল সিনেমার গান রেকর্ড করা হয়েছিল। সঙ্গীত নির্দেশনায় ছিলেন- পঙ্কজ মল্লিক। [রেকর্ড-লেবেল চিত্র] সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • চলচ্চিত্র:
    • দিকশূল। [১২ জুন ১৯৪৩ (শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৩৫০)। প্রেক্ষাগৃহ: মিনার, বিজলী, ছবিঘর। চরিত্র সুকুমারী। শিল্পী: অঞ্জলি রায়] [প্রচারপুস্তিকা
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান। [চলচ্চিত্রের গান]
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।