ফুল ফুটেছে কয়লা-ফেলা ময়লা-টবে ঝুড়িতে (ful futeche koyla-fela moyla-tobe)
ছেলে : ফুল ফুটেছে কয়লা-ফেলা ময়লা-টবে ঝুড়িতে।
আমি বাউরি হ’য়ে উড়ে যাব উড়ে যেমন ঘুড়িতে॥
মেয়ে : তোর বিরহে ময়লা ছোঁড়া বুড়ি হ’লাম কুড়িতে,
পুড়ে হ’লাম কয়লা-পোড়া আর পারি না পুড়িতে।
ছেলে : চুরি করে নিয়ে যাব ডাগর-চোলা ছুঁড়িকে
সিঁড়ি খঅদের পাতালপুরীতে॥
মেয়ে : ঠুনকো মলের কালো-শশী, তোরে বাঁধবো নাকো –
বাঁধবো নাকো ঠুন্কো কাঁচের চুড়িতে,
রাখব বেঁধে বাজুর জুড়িতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চে (শনিবার, ৯ চৈত্র ১৩৪১) মুক্তিপ্রাপ্ত ' পাতাল পুরী ' চলচ্চিত্রে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
- চলচ্চিত্র: পাতাল পুরী [১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)। মুংরা ও বিলাসীর গান। গান সংখ্যা ৭]